ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল গ্রামের মধ্যে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত মুন্সি আব্দুল আজিজ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার (৫ মে) সকালে জল্লি-বাড্ডা এলাকার শ্যামগ্রাম-জীবনগঞ্জ সড়কে আয়োজিত মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। হাতে হাতে বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে আজিজের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামী কারও ক্ষতি করেনি। তবুও তাকে হত্যা করা হলো। আমার ছোট ছোট সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমি সুবিচার চাই।’
এ সময় স্থানীয় সমাজসেবক, শিক্ষক ও তরুণরাও বক্তব্য দেন। তারা বলেন, প্রশাসনের নিরবতায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দ্রুত বিচার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।
📍 স্থান: বাড্ডা ও বাড়াইল গ্রাম, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া
👤 নিহত: মুন্সি আব্দুল আজিজ
📆 ঘটনার তারিখ: ২৯ এপ্রিল ২০২৫
⚔️ পটভূমি: জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ
📝 আইনি পদক্ষেপ: মামলা দায়ের, তবে প্রধান আসামিরা এখনও পলাতক
২৯ এপ্রিল ২০২৫: সংঘর্ষে আব্দুল আজিজ নিহত
৩০ এপ্রিল: আজিজের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের
৫ মে: হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিচারের দাবি
(পরবর্তী কর্মসূচির ঘোষণা আসতে পারে)
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা শাহজাহান মিয়া বলেন, ‘কেউ যদি এইভাবে খুন হয় আর বিচার না পায়, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই—অপরাধীদের গ্রেপ্তার করুন।’
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.