🗓 মঙ্গলবার, ৬ মে ২০২৫
📍 ইসলামাবাদ ও নিউইয়র্ক প্রতিনিধি
দীর্ঘদিন ধরে অমীমাংসিত কাশ্মীর সংকটের সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার। সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
সম্প্রতি জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার প্রেক্ষিতে ভারতের কিছু পদক্ষেপকে ঘিরে পাকিস্তান উদ্বেগ প্রকাশ করেছে। আসিম ইফতিখার বলেন, ‘এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও দায়িত্বশীল ও সক্রিয় হতে হবে। কাশ্মীর ইস্যুকে পাশ কাটিয়ে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা নিশ্চিত করার কোনো পথ নেই।’
তিনি আরও বলেন, ‘কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ে জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হবে না।’
১৯৪৭ সালে ভারত বিভাগের পর থেকেই কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে।
এখন পর্যন্ত কাশ্মীর ইস্যুতে দুই দেশ তিনবার যুদ্ধে জড়িয়েছে।
২০১৯ সালে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়।
পাকিস্তান এ পদক্ষেপের তীব্র বিরোধিতা করে এবং আন্তর্জাতিক মহলের মধ্যস্থতা দাবি করে আসছে।
সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে একটি নিরাপত্তা বহরে হামলার ঘটনায় কয়েকজন ভারতীয় সেনা সদস্য নিহত হয়। ভারতীয় কর্তৃপক্ষ এ হামলার জন্য সীমান্তপারের সন্ত্রাসী সংগঠনকে দায়ী করে। পাল্টা প্রতিক্রিয়ায় ভারতীয় নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে, যা নিয়ে পাকিস্তান উদ্বেগ প্রকাশ করে আসছে।
কাশ্মীর সংকটে ভারত ও পাকিস্তানের অবস্থান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মহলে বিভাজিত। পশ্চিমা দেশগুলো দ্বিপক্ষীয় আলোচনার ওপর গুরুত্ব দিলেও জাতিসংঘে সময় সময় বিষয়টি তোলা হয়। তবে কার্যকর কোনো মধ্যস্থতা বা সমাধান এখনও আসেনি।
রাষ্ট্রদূত আসিম ইফতিখার জাতিসংঘের প্ল্যাটফর্মে আলোচনার মাধ্যমে কাশ্মীর সংকটের সুরাহা খুঁজতে আবারও আন্তর্জাতিক মহলের সক্রিয়তা কামনা করেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.