নিজস্ব প্রতিবেদক
মিলান, ইতালি থেকে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে আরেকটি রোমাঞ্চকর অধ্যায় রচনা করে ফাইনালে উঠেছে ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ৭–৬ গোলের উত্তেজনাপূর্ণ অ্যাগ্রিগেট স্কোরে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে সিমোন ইনজাগির দল।
সান সিরোর গর্জন, উত্তেজনায় ঠাসা ম্যাচ এবং অতিরিক্ত সময়ের এক অনন্য মুহূর্ত—সবকিছুর সাক্ষী হয়ে থাকল দ্বিতীয় লেগের এই সেমিফাইনাল। নির্ধারিত সময় শেষে স্কোরলাইন ছিল ৩–৩। প্রথম লেগেও ক্যাম্প ন্যুতে একই ফল হয়েছিল। ফলে দুই লেগ মিলিয়ে ৬–৬ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
সেখানেই নাম লেখান বদলি ডেভিড ফ্রাত্তেসি। 113তম মিনিটে তাঁর নিখুঁত ফিনিশ বার্সার স্বপ্নভঙ্গ করে দেয়, ইন্টারকে নিয়ে যায় বহু কাঙ্ক্ষিত ফাইনালে।
সান সিরোতে ঘরের মাঠের দাপট এবারও কাজে লাগাল ইন্টার। আক্রমণভাগে লওতারো মার্তিনেস, থুরাম আর মিডফিল্ডে চালকের আসনে বারেল্লা—পুরো ম্যাচজুড়েই বার্সাকে চাপে রেখেছে স্বাগতিকরা।
অন্যদিকে, বার্সার তরুণ স্কোয়াড দারুণ লড়াই করলেও শেষ রক্ষা হয়নি। জোড়া গোল করে নজর কাড়েন লামিন ইয়ামাল, তবে তা শুধুই সান্ত্বনা।
এবারের ফাইনালে ইন্টার মিলানের প্রতিপক্ষ কে হবে, তা নির্ধারিত হবে অন্য সেমিফাইনাল থেকে। তবে এতটুকু নিশ্চিত, ২০২৫ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইতালিয়ান ফুটবল আবারও জোরালো বার্তা দিতে যাচ্ছে ইউরোপকে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.