
দৈনিক আশুলিয়া আন্তর্জাতিক ডেস্ক | কিয়েভ | রবিবার, ৩ নভেম্বর ২০২৫
ইউক্রেনে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত চলা এই হামলায় দুই শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর এএফপি’র।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের দপ্তর এক টেলিগ্রাম বার্তায় জানায়, রুশ বাহিনী দনিপ্রোপেত্রোভস্ক ও ওডেসা অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে। নিহত ছয়জনের মধ্যে দুই শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
হামলার ফলে বিস্তীর্ণ এলাকায় আগুন ধরে যায় এবং বহু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, উদ্ধারকর্মীরা রাতভর ধ্বংসস্তূপের নিচ থেকে আহতদের উদ্ধার অভিযান চালিয়েছে।
দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ জানান, রুশ হামলার কারণে প্রায় ৫৮ হাজার পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
তিনি বলেন, “রুশ বাহিনী আমাদের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে কাজ চলছে, তবে ক্ষতির পরিমাণ ব্যাপক।”
কিয়েভ ও আশপাশের অঞ্চলজুড়ে শনিবার রাত থেকে ভোর পর্যন্ত বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, রুশ বাহিনীর ছোড়া বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।
তবে দেশজুড়ে জ্বালানি স্থাপনাগুলোতে একাধিক আঘাতের ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছে ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয়।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক হামলাগুলো ইঙ্গিত দিচ্ছে—শীত আসার আগেই রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ধ্বংসের কৌশল নিয়েছে, যাতে সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দুই বছর অতিক্রমের পর ইউক্রেনে এখনো কোটি মানুষের জীবন বিপর্যস্ত। শীত মৌসুমের আগমনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছে বিভিন্ন মানবিক সংস্থা।
📰 দৈনিক আশুলিয়া
বিশ্বের খবর, নিরপেক্ষ দৃষ্টিতে
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.