নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুর জেলা পুলিশ মানবিক ও প্রযুক্তিগত দক্ষতার পরিচয় দিয়ে আবারও আস্থা অর্জন করল সাধারণ মানুষের। বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করে পুলিশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, যিনি নিজ হাতে উদ্ধারকৃত মোবাইলগুলো মালিকদের কাছে ফেরত দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন সময় জেলার বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়া মোবাইল ফোনগুলো প্রযুক্তিগত সহায়তায় শনাক্ত করে উদ্ধার করা হয়। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর বাজারমূল্য প্রায় ৮ লক্ষাধিক টাকা।
এছাড়াও, একই অনুষ্ঠানে হ্যাকড হওয়া দুটি ফেসবুক একাউন্ট সফলভাবে উদ্ধার করে তার প্রকৃত মালিকদের ফেরত দেয় পুলিশ। সাইবার অপরাধ দমন টিমের এই সাফল্যকে সাধুবাদ জানিয়ে পুলিশ সুপার বলেন, “সাইবার অপরাধ মোকাবেলায় আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জনগণের আস্থা ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
পুলিশ সুপার আরও বলেন, “জনগণের তথ্য ও সহযোগিতার ভিত্তিতে আমরা সহজেই অপরাধীদের শনাক্ত করতে পারি। হারিয়ে যাওয়া মোবাইল কিংবা হ্যাকড একাউন্ট পেলে সাথে সাথে থানায় রিপোর্ট করার জন্য অনুরোধ করছি।”
উদ্ধার পাওয়া মোবাইল হাতে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা পিরোজপুর জেলা পুলিশকে ধন্যবাদ জানান এবং এ ধরনের কার্যক্রম চলমান রাখার আহ্বান জানান।
📌 আজকের অন্যান্য জেলা সংবাদ:
➡️ ভাণ্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ৫
➡️ ইন্দুরকানীতে নদীভাঙনে বিলীন ১০টি ঘর
➡️ মঠবাড়িয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ
আরও খবরের জন্য চোখ রাখুন আমাদের ডিজিটাল সংস্করণে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.