
আপডেট: ০৮:২৯, মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫
দৈনিক আশুলিয়া আন্তর্জাতিক ডেস্ক
গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে পাঁচ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় মুক্তিপ্রাপ্তদের আল-আকসা হাসপাতালে নেওয়া হয় প্রাথমিক চিকিৎসা পরীক্ষার জন্য।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, “যুদ্ধবিরতির পর এটি প্রথমবারের মতো অজানা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি।” মুক্তিপ্রাপ্তদের পরিবার আল-আকসা হাসপাতালের সামনে জড়ো হয়ে অপেক্ষা করছিলেন। কেউ স্বজনদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন, আবার কেউ নিখোঁজ প্রিয়জনদের খোঁজে উদ্বেগ প্রকাশ করেন।
মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরায়েলি কারাগারে হাজারো ফিলিস্তিনি বিচার ছাড়াই আটক রয়েছেন। সংস্থাগুলো একে “ইচ্ছাকৃত ও অবৈধ আটক” বলে উল্লেখ করেছে।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সোমবার আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে ইসরায়েল থেকে আরও ৪৫টি ফিলিস্তিনির মরদেহ ফেরত এসেছে। এ নিয়ে যুদ্ধবিরতির অংশ হিসেবে ফেরত পাওয়া মরদেহের সংখ্যা দাঁড়িয়েছে ২৭০-এ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রিপোর্ট লেখা পর্যন্ত ৭৮টি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে, বাকিগুলোর ফরেনসিক পরীক্ষা চলছে। শনাক্ত না হলে মরদেহগুলো দেইর আল-বালাহ এলাকার গণকবরে দাফন করা হবে।
গাজার চিকিৎসকরা জানান, ফেরত আসা মরদেহগুলোর অনেকটিতেই নির্যাতনের চিহ্ন, বাঁধা হাত, চোখে কাপড় বাঁধা ও বিকৃত মুখ দেখা গেছে। অধিকাংশ মরদেহে কোনও পরিচয় ট্যাগও ছিল না।
যদিও যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর রয়েছে, স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত আছে। সোমবার রাতে রাফার উত্তরে গোলাবর্ষণে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন নাসের মেডিকেল কমপ্লেক্সের এক কর্মকর্তা।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা দক্ষিণ গাজার “হলুদ রেখা” নিয়ন্ত্রিত এলাকায় কিছু ব্যক্তি প্রবেশ করার পর ওই হামলা চালিয়েছে। তবে এই দাবির স্বাধীন কোনও নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
অন্যদিকে গাজা সিটির পূর্বাঞ্চলে ইসরায়েলি গুলিতে এক শিশুসহ তিনজন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন জানায়, ইসরায়েলি সেনারা আংশিক ধ্বংসস্তূপে পরিণত ভবনগুলোতে কোয়াডকপ্টার ড্রোন থেকে গ্রেনেড নিক্ষেপ করছে, যা তারা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে।
📌 মূল তথ্য সংক্ষেপে:
মুক্তি পেয়েছেন ৫ ফিলিস্তিনি বন্দি
ফেরত এসেছে ৪৫ মরদেহ, মোট ২৭০
রাফায় ইসরায়েলি হামলায় নিহত ৩
গুলিতে আহত অন্তত ৩ জন, তাদের মধ্যে এক শিশু
যুদ্ধবিরতির মধ্যেও উত্তেজনা অব্যাহত
🕊️ সূত্র: আল-জাজিরা, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়
✍️ প্রতিবেদক: দৈনিক আশুলিয়া আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.