📅 ঢাকা, শুক্রবার | ৯ মে ২০২৫
আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী’ আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন 'যমুনা'-এর সামনে শুরু হওয়া বিক্ষোভ শুক্রবার সকালেও অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এই বিক্ষোভে অংশগ্রহণকারীদের সংখ্যা ক্রমেই বাড়ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতভর অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা সকালে নতুন উদ্দীপনায় আবারও স্লোগান দেওয়া শুরু করেন। “গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ কর” — এমন শ্লোগানে মুখর হয়ে ওঠে যমুনা ভবনের সামনের সড়ক। বিক্ষোভে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতাকর্মীরা শুরু থেকেই সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। এর পাশাপাশি আরও কয়েকটি রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরাও যোগ দিয়েছেন বলে জানা গেছে।
বিক্ষোভকারীদের দাবি, ২০২৩ ও ২০২৪ সালে সংঘটিত সহিংসতার জন্য আওয়ামী লীগ সরাসরি দায়ী, এবং তাদের ‘গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের’ যথাযথ বিচার হওয়া উচিত।
একজন বিক্ষোভকারী বলেন, “জনগণের রক্তের দাগ যার হাতে, তাকে রাজনীতির ময়দান থেকে চিরতরে বিদায় জানাতে হবে।”
অবস্থান কর্মসূচিতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশপাশে নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত কোনো সংঘর্ষ বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আয়োজকরা।
📌 আরও খবর পেতে আমাদের সঙ্গে থাকুন।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.