📍 সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ৮ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক, তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল ইমরান হোসাইন (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে চুনারুঘাট থানা পুলিশ। গ্রেপ্তার ইমরান হোসাইন ওই উপজেলারই কালেঙ্গা গ্রামের বাসিন্দা।
এর আগে একই দিন সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর মা চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২ নভেম্বর রাতে প্রিন্সিপাল ইমরান তার ছেলেকে অফিস কক্ষে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন। পরদিন শিশুটি মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করলে পরিবারের জিজ্ঞাসাবাদে ঘটনাটি প্রকাশ পায়।
ভুক্তভোগী শিশুর মা বলেন, “আমার স্বামী প্রবাসে, আমি সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকি। ছেলেকে পড়ার জন্য ওই মাদ্রাসায় ভর্তি করেছিলাম। কিন্তু ঘটনার রাতে হুজুর আমার ছেলেকে অফিসে ডেকে নিয়ে জোর করে খারাপ কাজ করেছে।”
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, “অভিযোগ পাওয়ার তিন ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”
তবে অভিযোগ অস্বীকার করে ইমরান হোসাইন দাবি করেছেন, “তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।”
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। স্থানীয়রা দ্রুত ও কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।
📍 সম্পাদনা: কাজী আল আমিন কাজী
📍 দৈনিক আশুলিয়া — সত্য ও জনগণের পক্ষে নিরপেক্ষ কণ্ঠস্বর
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.