📰 দৈনিক আশুলিয়া
📅 বুধবার, ৫ নভেম্বর ২০২৫
✍️ সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) মঙ্গলবার (৪ নভেম্বর) ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে। এতে দুই বছরের চুক্তিতে সই করেছেন টেস্ট অধিনায়ক বেন স্টোকসসহ ১৪ জন ক্রিকেটার। এছাড়া এক বছরের চুক্তি ও ডেভেলপমেন্ট চুক্তিতেও বিভিন্ন ক্রিকেটারের নাম রয়েছে।
এই কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন—
সনি বেকার
লিয়াম ডসন
সাকিব মাহমুদ
জেমি ওভারটন
লুক উড
এরা সবাই এক বছরের চুক্তিতে রয়েছেন।
গতবারের তালিকা থেকে এবার কেন্দ্রীয় চুক্তিতে নেই—
জনি বেয়ারস্টো
জ্যাক লিচ
লিয়াম লিভিংস্টোন
অলি স্টোন
রিস টপলি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্রিস ওকস
এছাড়া টম ব্যান্টনও চুক্তিতে জায়গা পাননি।
দুই বছরের চুক্তি:
জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, জস বাটলার, ব্রাইডন কার্স, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, আদিল রাশিদ, জো রুট, জেমি স্মিথ, বেন স্টোকস, জশ টং
এক বছরের চুক্তি:
রেহান আহমেদ, সনি বেকার, শোয়েব বাশির, জ্যাক ক্রলি, লিয়াম ডসন, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, অলি পোপ, ম্যাথু পটস, ফিল সল্ট, লুক উড, মার্ক উড
ডেভেলপমেন্ট চুক্তি:
জশ হাল, এডি জ্যাক, টম, মিচেল স্ট্যানলি
ইসিবি সূত্র জানায়, এই কেন্দ্রীয় চুক্তি ক্রিকেটারদের নিয়ন্ত্রণ, বেতন ও আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করে। নতুন চুক্তি তালিকা অনুযায়ী ইংল্যান্ড ও ওয়েলসের ক্রিকেট দল আগামী দুই বছরে তার খেলোয়াড়দের উপর নির্ভর করবে।
📍 সম্পাদনা: কাজী আল আমিন কাজী
📍 দৈনিক আশুলিয়া — সত্য ও জনগণের পক্ষে নিরপেক্ষ কণ্ঠস্বর
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.