দৈনিক আশুলিয়া
তারিখ: বুধবার, ৫ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান উত্তরপাড়া গ্রামে কামাল খান (৬৩) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) দুপুরে নিজ বাড়ির পাশের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কামাল খান ওই গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল খান পরিবারসহ দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকায় বসবাস করতেন। প্রায় এক সপ্তাহ আগে তিনি নিজ গ্রামের বাড়িতে আসেন জমিজমা ও গৃহস্থালি দেখাশোনার কাজে। মঙ্গলবার রাতে তিনি নিজের বসতঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে স্থানীয়রা বাড়ির পাশের জঙ্গলে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, “মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।”
পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে ইতিমধ্যে অভিযান শুরু করেছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
— দৈনিক আশুলিয়া সংবাদ ডেস্ক 📰
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.