দৈনিক আশুলিয়া
তারিখ: বুধবার, ৫ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি ও কালচারাল রিফর্মেশন ফোরামের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংস্কৃতিক কর্মীরা।
বুধবার (৫ নভেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে জেলা কালচারাল রিফর্মেশন ফোরামের সাধারণ সম্পাদক অনিক রহমান বুলবুল, সহ-সভাপতি ফরহাদ আলী, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু, সাংবাদিক মহব্বত হোসেন, সাংস্কৃতিক কর্মী সুলতানা বিলকিস লতা এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা শাখার সভাপতি ফাতেমা রহমান বিথিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনের নেতাদের ওপর হামলা সমাজের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আবুল কালাম মোস্তফা লাবুর দ্রুত আরোগ্য কামনা করেন এবং ভবিষ্যতে সাংস্কৃতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
— দৈনিক আশুলিয়া সংবাদ ডেস্ক 📰
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.