🗞️ নিজস্ব প্রতিবেদক | ঢাকা
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত। ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালানোর পরই পাল্টা জবাবে পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, গুলি করে নামানো যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি মিগ-২৯ ও একটি এসইউ-৩০। এসব বিমানকে ভূপাতিত করতে ব্যবহার করা হয়েছে চীনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান।
এই সংঘর্ষের ফলে দক্ষিণ এশিয়ায় আবারও দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে। তবে আন্তর্জাতিক পর্যায়ে যেটি এখন সবচেয়ে আলোচনার কেন্দ্রে, তা হলো—ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল ও চীনের জে-১০সি যুদ্ধবিমানের সরাসরি মুখোমুখি সংঘর্ষ।
বিশ্লেষকরা বলছেন, "এটি শুধু ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নয়, বরং বর্তমান বিশ্বের সামরিক প্রযুক্তির সক্ষমতা ও ভবিষ্যৎ কৌশলের একটি নতুন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।"
এ ঘটনায় এখনো ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানা গেছে।
এদিকে জাতিসংঘসহ আন্তর্জাতিক কূটনৈতিক মহল দ্রুত উত্তেজনা প্রশমনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।
📌 আরও বিশ্লেষণ ও প্রতিক্রিয়া নিয়ে থাকুন আমাদের সঙ্গে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.