দৈনিক আশুলিয়া
নিজস্ব প্রতিবেদক |বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
“মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন”— এই স্লোগানকে সামনে রেখে বগুড়ায় অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব–১৯ মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
বুধবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া-এর উদ্যোগে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল গ্রাউন্ডে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক মোহাঃ জিললুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা,
গেস্ট অব অনার ছিলেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম,
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রতিনিধি এবং জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথি হোসনা আফরোজা তাঁর বক্তব্যে বলেন,
“মাদক একটি পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। আমাদের সন্তানদের মাঠমুখী করতে হবে, তাহলেই মাদক থেকে দূরে রাখা সম্ভব।”
পুলিশ সুপার মো. জেদান আল মুসা বলেন,
“যুব সমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে সামাজিক ও পারিবারিক সচেতনতা বাড়াতে হবে। এই ধরনের খেলাধুলার আয়োজন তরুণদের সঠিক পথে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানের আয়োজকরা জানান, মাদকবিরোধী এ টুর্নামেন্টের মূল লক্ষ্য তরুণদের মধ্যে শৃঙ্খলা, দলগত চেতনা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলা। ভবিষ্যতে বগুড়ার প্রতিটি উপজেলায় অনুরূপ মাদকবিরোধী ক্রীড়া আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে ‘তারুণ্যের উৎসব’ পরিণত হয় এক উৎসাহ-উদ্দীপনায় ভরপুর মিলনমেলায়।
📰 দৈনিক আশুলিয়া
“সত্যের পথে, জনগণের পাশে”
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.