দৈনিক আশুলিয়া
নিজস্ব প্রতিবেদক | ঢাকা | বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
ঢাকা ওয়াসার চলমান ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের আওতায় প্যাকেজ-৩.১ (ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট পাইপলাইন) অংশের কাজ আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে শুরু হয়েছে।
এ প্রকল্পের অংশ হিসেবে রাজধানীর ব্যস্ত সড়ক প্রগতি সরণির সেকশন-ডি (নতুন বাজার থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত) এবং সেকশন-ই (নতুন বাজার থেকে কাকলী পর্যন্ত) অংশে পানির নতুন পাইপলাইন স্থাপন করা হচ্ছে।
ফলে আজ থেকে এই দুই গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের আশঙ্কা তৈরি হয়েছে।
ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
“প্যাকেজ-৩.১ এর আওতায় প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ বিভিন্ন ব্যাসের (১৬০০ থেকে ৫৬০ মিলিমিটার) ডিআই এবং এইচডিপিই পাইপলাইন স্থাপন করা হবে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আজ থেকে প্রগতি সরণির সেকশন-ডি ও সেকশন-ই অংশে পাইপলাইন স্থাপন কাজ শুরু হবে। কাজ চলাকালে রামপুরা ব্রিজ থেকে শুরু করে ধাপে ধাপে ৪০০ মিটার দৈর্ঘ্য পরপর সড়কের মিডিয়ান বরাবর উভয় পাশে তিন মিটার করে দুই লেনে যান চলাচল বন্ধ থাকবে।”
ফলে এই রাস্তায় যান চলাচলে কিছুটা ধীরগতি ও সাময়িক অসুবিধা দেখা দিতে পারে বলে ওয়াসা কর্তৃপক্ষ জানিয়েছে।
ঢাকা ওয়াসার বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “সড়কে পাইপলাইন স্থাপনের সময় সার্বক্ষণিক যান চলাচল অব্যাহত থাকবে। তবে জনসাধারণকে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার জন্য এবং প্রয়োজনে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।”
প্রকল্প পরিচালক জানান, “পাইপলাইন স্থাপনের সময় ঢাকা ওয়াসা, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।”
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “প্রগতি সরণিতে চলাচলরত সব যানবাহনকে নির্দেশিত লেন ও গতিসীমা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। কাজ চলাকালে জনগণের সাময়িক অসুবিধার জন্য ওয়াসা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।”
ওয়াসা কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকার পানির সরবরাহ ব্যবস্থাকে আধুনিক, টেকসই ও পরিবেশবান্ধব করতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে নতুন পাইপলাইনের মাধ্যমে রাজধানীর উত্তর ও পূর্বাঞ্চলের গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা হবে।
📰 দৈনিক আশুলিয়া
“সত্যের পথে, জনগণের পাশে”
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.