আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তিন দফা ঘোষণা, শাহবাগে টানা অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক ❘ ঢাকা
রাজধানীর শাহবাগে শনিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে অংশ নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-জনতা। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশ হিসেবে তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।
তিন দফা দাবির মধ্যে রয়েছে—
১. বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করা,
২. গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে রাষ্ট্রীয় স্বীকৃতি ও শোকদিবস ঘোষণা,
৩. একটি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করে নতুন নির্বাচন আয়োজন।
শাহবাগ মোড়ে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা। ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
বিক্ষোভকারীদের অনেকেই শুক্রবার রাত Shahbag মোড়েই কাটান। শনিবার সকালে দেখা যায়, অনেকে রাস্তার উপর পাটাতন ও চাদর বিছিয়ে বিশ্রাম নিচ্ছেন।
আন্দোলনের অন্যতম সংগঠক রায়হান আহমেদ বলেন, “আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছি, কিন্তু চূড়ান্ত লক্ষ্য এখনো পূরণ হয়নি। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকব।”
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তার স্বার্থে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.