নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১১ মে ২০২৫
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করার ঘোষণায় নিউ ইয়র্ক প্রবাসীদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ উঠেছে। এই খবরে শনিবার (১০ মে) সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ‘ডাইভার্সিটি প্লাজা’-য় মিষ্টি বিতরণ ও আনন্দ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ।
‘বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলন’-এর ব্যানারে আয়োজিত সমাবেশে শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। সমাবেশে অংশগ্রহণকারীরা ঢোল, বাদ্যযন্ত্র ও ব্যানারসহ শ্লোগানে মুখরিত করেন পুরো এলাকা।
সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের নেতা আব্দুল কাদের। তিনি বলেন, "বছরের পর বছর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেভাবে গণতন্ত্র, মানবাধিকার ও বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, এই নিষেধাজ্ঞা তার প্রতিক্রিয়া মাত্র। এই একটি পদক্ষেপই প্রমাণ করে—আন্তর্জাতিক মহল এখন আর নিরব নয়।"
তিনি আরও বলেন, “আমরা চাই, বিচার শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর থাকুক এবং অপরাধীদের আইনের আওতায় আনা হোক, দলের ব্যানার ব্যবহার করে যেন কেউ পার না পায়।”
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, "বাংলাদেশের সাধারণ জনগণ বহু বছর ধরে রাজনীতির নামে দমন-পীড়নের শিকার। এই নিষেধাজ্ঞা এক ধরনের স্বস্তি এনেছে।"
অনুষ্ঠান শেষে উপস্থিত প্রবাসীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। সেখানে অনেকেই জানান, তারা আশা করছেন—এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের সূচনা হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলায় একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ তদন্তাধীন রয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন, বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম স্থগিত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.