ক্রীড়া প্রতিবেদক
দৈনিক আশুলিয়া
সোমবার, ১২ মে ২০২৫
প্রথমার্ধেই ছন্দের ঝড়। দুই গোলে পিছিয়ে থেকেও হাল না ছেড়ে প্রথম ৪৫ মিনিটেই চার গোলের জবাব! রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তনে আরেকটি ক্লাসিকো জয় তুলে নিয়েই লা লিগার শিরোপার একদম দোরগোড়ায় পৌঁছে গেছে বার্সেলোনা।
রবিবার রাতে (১১ মে) বার্সেলোনার ঘরের মাঠ লুইস কোম্পানিস স্টেডিয়ামে হান্সি ফ্লিকের শিষ্যরা রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়ে দেয়। এবারের মৌসুমে অনুষ্ঠিত সব চারটি এল ক্লাসিকোতেই জয় পায় কাতালান জায়ান্টরা, যা রিয়ালের কাছে একপ্রকার দুঃস্বপ্ন হয়ে উঠেছে।
দ্বিতীয়ার্ধে রিয়াল এক গোল পরিশোধ করলেও বার্সার রক্ষণ আর কোনো সুযোগ দেয়নি। দারুণ ছন্দে থাকা ১৭ বছর বয়সী বিস্ময় বালক লামিন ইয়ামাল ম্যাচ শেষে বলেন, “এটা শুধু জয় নয়, আত্মবিশ্বাসের বিস্ফোরণ। আমরা দেখিয়েছি, বার্সা কখনো হার মানে না।”
এই জয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গেছে বার্সা। আর শিরোপা পুনরুদ্ধার করতে তাদের প্রয়োজন মাত্র একটি জয়, হাতে আছে আরও তিনটি ম্যাচ।
ক্লাসিকোতে জয়ের পর বার্সা কোচ হান্সি ফ্লিক বলেন, “এই ম্যাচটা ছিল শিরোপার টার্নিং পয়েন্ট। ছেলেরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা অসাধারণ। আমরা ফোকাস হারাইনি, সেটাই বড় প্রাপ্তি।”
ম্যাচের শুরুর দিকে রদ্রিগো ও ভিনিসিউস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল। কিন্তু এরপরই পাল্টে যায় দৃশ্যপট। গুন্ডোগান, ইয়ামাল, ফেরমিন লোপেজ ও লেভানডোভস্কির গোলের স্রোতে রিয়ালের রক্ষণ ছিন্নভিন্ন হয়ে যায়।
বিশ্লেষকদের মতে, এ জয় শুধু বার্সার শিরোপার সম্ভাবনাই উজ্জ্বল করেনি, বরং রিয়ালের মনোবলকেও বড়ভাবে নাড়িয়ে দিয়েছে। এল ক্লাসিকোর ইতিহাসে এক মৌসুমে চার জয় এর আগে বার্সা খুব কমবারই পেয়েছে।
কাতালান সমর্থকরা এখন শিরোপা উৎসবের জন্য দিন গুনছেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.