নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম আজ বিকাল ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের এই সিদ্ধান্তকে ঘিরে দেশের রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নিষেধাজ্ঞার পরপরই রাজধানীর শাহবাগ মোড়ে কয়েক হাজার মানুষ একত্রিত হয়ে ‘গণভোজ’ আয়োজন করে। আয়োজকদের দাবি, এটি ছিল ‘গণতন্ত্রের বিজয় উদযাপন’।
বিকেল সাড়ে ৫টায় শতাধিক হেঁসেলের তাণ্ডব শুরু হয়। বিরিয়ানি, খিচুড়ি, ভুনা খিচুড়ি, গরুর মাংস, ইলিশ ভাজা, ডালপুরি সহ নানা পদের খাবার পরিবেশন করা হয়। উপস্থিত জনতার অনেকেই হাতে প্ল্যাকার্ড ও ব্যানার ধরে রেখেছিলেন, তাতে লেখা ছিল— "গণতন্ত্রে আবার শ্বাস নিচ্ছে বাংলাদেশ", "দল নয়, দেশ আগে" ইত্যাদি।
নির্বাচন কমিশনের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েক মাসে আওয়ামী লীগের বিভিন্ন শাখা ও অঙ্গসংগঠনের বিরুদ্ধে সহিংসতা, ভোটে প্রভাব বিস্তার এবং প্রশাসনে হস্তক্ষেপের একাধিক অভিযোগ উঠেছে।
কমিশনের মুখপাত্র মাহবুবুর রহমান জানান,
“বর্তমান প্রেক্ষাপটে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ রক্ষা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। সিদ্ধান্তটি সাময়িক, তদন্ত চলমান।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন,
“এটা জনগণের দীর্ঘদিনের চাওয়া ছিল। আওয়ামী লীগ বহু বছর ধরে রাষ্ট্রকে পার্টির আওতায় নিয়েছিল। কমিশনের এই পদক্ষেপ সাহসিকতার পরিচায়ক।”
অন্যদিকে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন,
“এই সিদ্ধান্ত গণতান্ত্রিক রীতিনীতি বিরুদ্ধ। আমরা আইনি পথে এর বিরুদ্ধে যাব।”
গণভোজের পাশাপাশি শাহবাগে একটি বিক্ষোভ-সমাবেশও অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক আন্দোলনের কর্মী, ছাত্র সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ। সংগঠক রাকিব হাসান বলেন,
“আজ শুধু একটি দলের নিষেধাজ্ঞা নয়, এটি ক্ষমতার দমননীতির পতনের সূচনা।”
ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত শাহবাগে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এবং তারা সতর্ক অবস্থানে রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.