নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এখন থেকে পুলিশের হাতে আর কোনো ধরনের মারণাস্ত্র রাখা হবে না। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
তিনি জানান, "বর্তমানে পুলিশের কাছে যেসব মারণাস্ত্র রয়েছে, সেগুলো ফেরত নিতে হবে। এসব মারণাস্ত্র থাকবে শুধুমাত্র আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে। পুলিশের জন্য নির্ধারিত থাকবে কেবল রাইফেল।"
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, "পুলিশের দায়িত্ব জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা বজায় রাখা। সাধারণ জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক যাতে আরও ইতিবাচক হয়, সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
এছাড়া বৈঠকে সীমান্ত পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। উপদেষ্টা বলেন, "ভারত থেকে বাংলাদেশে পুশ-ইন বেড়েছে। এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে ২০২ জনকে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে। বিষয়টি নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।"
আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.