নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ১৪ মে ২০২৫
রাজধানী ঢাকার আকাশ আজ দুপুর পর্যন্ত অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সারাদিন আবহাওয়া সাধারণভাবে শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এতে আবহাওয়ার খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বুধবার (১৪ মে) সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ, যা ভ্যাপসা গরমের অনুভূতি বাড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
এদিকে, আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে দেশের অন্যান্য স্থানে আবহাওয়ারও সামান্য পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। তবে কোনো উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এই সময়টায় দেশে গ্রীষ্মকালীন খরা ও ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে, তবে মাসের শেষ দিকে কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.