নিজস্ব প্রতিবেদক | মুম্বাই | ১৪ মে ২০২৫
আইপিএলের চলতি আসরে পাঞ্জাব কিংসের হয়ে গ্লেন ম্যাক্সওয়েলের বাজে পারফরম্যান্স নিয়ে যখন সমালোচনার ঝড় চলছে, তখন এক অনাকাঙ্ক্ষিত সামাজিক মাধ্যম পোস্ট ঘিরে বিতর্কের মুখে পড়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক ও বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা।
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে এবার ৪ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। তবে ব্যাটে-বলে প্রত্যাশিত পারফরম্যান্স দিতে ব্যর্থ হন তিনি। শেষমেশ দল থেকেই বাদ পড়তে হয় তাকে। এর মাঝেই এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে একজন মন্তব্য করেন, “ম্যাম, ম্যাক্সওয়েলের সঙ্গে আপনার বিয়ে হয়নি বলেই কি সে আপনার দলের হয়ে ভালো খেলছে না?”
পোস্টটি কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। অনেকেই সেটি শেয়ার করে হাস্যরস করলেও বিষয়টি ভালোভাবে নেননি প্রীতি জিনতা। সরাসরি কোনো মন্তব্য না করলেও নিজের এক্স অ্যাকাউন্টে এক প্রতিক্রিয়ায় তিনি লেখেন,
“একজন খেলোয়াড় ভালো খেলতে পারছে না মানেই তার জন্য নারীকে দায়ী করা অত্যন্ত দুঃখজনক। ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য না করে খেলাধুলাকে খেলাধুলার জায়গাতেই রাখা উচিত। আমরা সবাই খেলোয়াড়দের পাশে থাকতে চাই, তাঁদের পারফরম্যান্স নিয়ে আলোচনা হোক, কিন্তু ব্যক্তিগত আক্রমণ নয়।”
ফ্র্যাঞ্চাইজিটির ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, “দলের পারফরম্যান্স নিয়ে পাঞ্জাব কিংস সবসময় গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। কিন্তু কোনো খেলোয়াড়ের ব্যর্থতা নিয়ে ভিত্তিহীন গসিপ ছড়ানো অত্যন্ত অনভিপ্রেত।”
অন্যদিকে গ্লেন ম্যাক্সওয়েল নিজেও গণমাধ্যমে বলেন, “আমি মাঠে ভালো করতে পারিনি, কিন্তু ব্যক্তিগত কিছু কারণে নয়। এটা পুরোপুরি আমার পারফরম্যান্স-ভিত্তিক ব্যর্থতা।”
আইপিএলের বাকি অংশে পাঞ্জাব কিংসের সামনে এখন বড় চ্যালেঞ্জ। তবে সাম্প্রতিক বিতর্কের বাইরে দল যেন ক্রিকেটেই মনোযোগ দিতে পারে, সেই প্রত্যাশাই করছেন ভক্তরা।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.