নিজস্ব প্রতিবেদক
ঢাকা: তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের লংমার্চে বাধা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার দুপুরে রাজধানীর কাকরাইল মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লংমার্চটি কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশ তাদের গতিরোধ করে। একপর্যায়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় জলকামানও ব্যবহার করা হয়। হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, রণক্ষেত্রে পরিণত হয় পুরো কাকরাইল এলাকা।
ঘণ্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত অন্তত ২৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষার্থীদের একজন জানান, “আমরা শান্তিপূর্ণভাবে দাবিগুলো জানাতে যাচ্ছিলাম, কিন্তু আমাদের ওপর পুলিশ অতর্কিত হামলা চালায়। এর কোনো যৌক্তিকতা ছিল না।”
জবি শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে:
১. শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা
২. ন্যায্য বেতন ও সম্মাননার দাবি
৩. শিক্ষা ব্যবস্থার সংস্কার
পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি এখনও থমথমে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.