প্রতিবেদক: নিজস্ব সংবাদদাতা
ঢাকা, ১৫ মে:
বাংলাদেশে যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, তা দেশের জনগণের দীর্ঘদিনের আন্দোলন ও ত্যাগের ফসল বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আলী রীয়াজ।
বুধবার এক ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থান শুধু মানুষের দীর্ঘদিনের ক্ষোভই প্রকাশ করেনি, এটি ছিল তাদের স্বপ্ন ও প্রত্যাশার প্রতিফলন। মানুষ চায় যেন আর কখনো বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে। তারা এমন একটি রাষ্ট্র ও শাসনব্যবস্থা চায়, যেখানে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে।”
অধ্যাপক রীয়াজ আরও বলেন, “বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে অস্থিরতা ও দমন-পীড়নের রাজনীতি দীর্ঘদিন ধরে চলে এসেছে, তা থেকে মুক্তি পেতে হলে একটি সুসংবদ্ধ, গণতান্ত্রিক ও দায়বদ্ধ রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে।”
তিনি জনগণের প্রতিরোধ ও আন্দোলনের প্রশংসা করে বলেন, “এই পরিবর্তন রাতারাতি আসেনি। এটি এসেছে মানুষের দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও ঐক্যবদ্ধ প্রতিবাদের মাধ্যমে। বিশেষ করে তরুণ প্রজন্মের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
জাতীয় ঐকমত্য কমিশনের এই আলোচনায় বিভিন্ন বিশ্লেষক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সাবেক প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন। তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে একটি জাতীয় সংলাপ এবং সকল পক্ষকে নিয়ে ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ জরুরি।
আলোচনায় অংশগ্রহণকারীরা আরও বলেন, দেশের গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনে এবং সুশাসন প্রতিষ্ঠায় এখনই সময় উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণের। জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে আগামী দিনের বাংলাদেশ যেন আরও ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক হয়—এমন প্রত্যাশা জানান বক্তারা।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.