ক্রীড়া প্রতিবেদক, বার্সেলোনা:
এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় দিয়েই যে শিরোপা পুনরুদ্ধারের বার্তা দিয়েছিল বার্সেলোনা, তা এখন বাস্তব। মৌসুমের দুই ম্যাচ হাতে রেখেই লা লিগার ২০২৪-২৫ মৌসুমে ২৮তমবারের মতো চ্যাম্পিয়ন হলো কাতালান জায়ান্টরা।
বৃহস্পতিবার রাতে এস্পানিওলের মাঠে নিজেদের নির্ধারিত ম্যাচে ২-০ গোলের দাপুটে জয় পায় বার্সা। ম্যাচের নায়ক নিঃসন্দেহে ছিলেন মাত্র ১৭ বছর বয়সী স্প্যানিশ বিস্ময়বালক লামিনে ইয়ামাল, যিনি একটি গোল করেন এবং আরেকটি করান।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় বার্সেলোনা। প্রথমার্ধেই এস্পানিওলের রক্ষণভাগকে চাপে ফেলেন লেভানডোভস্কি, রাফিনহা ও ইয়ামালরা। ৩৪তম মিনিটে ইয়ামালের দুর্দান্ত ড্রিবলিংয়ের পর নিখুঁত এক শটে এগিয়ে যায় বার্সা। এরপর দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে ইয়ামালের পাস থেকেই গোল করেন মিডফিল্ডার গাভি।
১৭ বছর বয়সী ইয়ামালের এমন পারফরম্যান্স ইতোমধ্যেই ইউরোপীয় গণমাধ্যমে প্রশংসিত হচ্ছে। তাকে বলা হচ্ছে "নতুন মেসি" কিংবা "কাতালান ফুটবলের ভবিষ্যত রত্ন"।
২০২১ সালে লিওনেল মেসির বিদায়ের পর বার্সার জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোপা। খেলোয়াড়দের পারফরম্যান্স, কোচ জাভি হার্নান্দেজের পরিকল্পনা এবং ইয়ামালের উত্থান—সবকিছু মিলিয়ে কাতালানদের এবারের লা লিগা জয় এক অনন্য নজির।
বার্সা কোচ জাভি বলেন, “এই দলটি শুধু ভবিষ্যৎ নয়, বর্তমানও। ইয়ামাল আমাদের গর্ব। সে মাঠে যা করেছে, তা অবিশ্বাস্য। আমরা শুধু শিরোপা জিতিনি, ভবিষ্যতের বার্সাও তৈরি করে ফেলেছি।”
এই জয়ের পর বার্সেলোনার পয়েন্ট দাঁড়ায় ৮৭, যেখানে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৮১। ফলে মৌসুমের বাকি দুই ম্যাচের ফলাফল যাই হোক না কেন, শিরোপা নিশ্চিত হয়েছে জাভিদের।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.