নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
কক্সবাজার সদর উপজেলার ডিককুল এলাকার একটি মেস থেকে বৃহস্পতিবার বিকালে হার্ভার্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মনির চৌধুরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেলেও, বিস্তারিত জানতে তদন্ত চলছে।
মনির চৌধুরী উখিয়া উপজেলার পাইন্যাশিয়া এলাকার মজিবুল হক চৌধুরীর একমাত্র সন্তান। সদা হাস্যোজ্জ্বল ও মেধাবী এই ছাত্রের মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান—
“মেসের অন্যান্য শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও, বিষয়টি গভীরভাবে দেখা হচ্ছে।”
হঠাৎ এ মৃত্যুর খবরে মনিরের সহপাঠীরা হতবাক। কক্সবাজার হার্ভার্ড কলেজের অধ্যক্ষ বলেন,
“মনির অত্যন্ত মেধাবী ও ভদ্র একজন শিক্ষার্থী ছিল। তার মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
এদিকে মনিরের নিজ গ্রাম পাইন্যাশিয়াতেও শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা ভিড় করছেন তার বাড়িতে।
পুলিশ জানিয়েছে, মনিরের ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। তার বন্ধু, রুমমেট ও পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে তদন্ত কর্মকর্তারা।
মৃত শিক্ষার্থী: মনির চৌধুরী
বয়স: আনুমানিক ১৮ বছর
ঠিকানা: পাইন্যাশিয়া, উখিয়া, কক্সবাজার
শিক্ষাপ্রতিষ্ঠান: কক্সবাজার হার্ভার্ড কলেজ
বিভাগ: এইচএসসি প্রথম বর্ষ
উদ্ধার স্থান: ডিককুল, কক্সবাজার সদর
উদ্ধার সময়: বৃহস্পতিবার বিকাল
🔚 মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের কাজ চলছে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
ঘটনার আকস্মিকতা এবং নিহতের পরিচয় ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.