নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট মাঝ আকাশে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়। উড্ডয়নের কিছুক্ষণ পর উড়োজাহাজটির একটি চাকা খুলে নিচে পড়ে যায়। তবে শেষ পর্যন্ত ৭১ যাত্রী নিয়ে সফলভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি। যাত্রীদের মধ্যে শিশুও ছিল।
বিমানবন্দর সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসে বাংলাদেশ বিমানের বিজি ৪৩৬ ফ্লাইটটি। এটি ড্যাশ ৮-৪০০ মডেলের একটি উড়োজাহাজ। আকাশে ওড়ার কিছুক্ষণ পরই বিমানের একটি চাকা খুলে নিচে পড়ে যায়, যা প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন।
চাকাটি খুলে পড়ার বিষয়টি জানাজানি হলে নিয়ন্ত্রণ কক্ষে সতর্কবার্তা পাঠানো হয়। ফ্লাইটটি ঢাকার আকাশে ঘুরতে থাকে এবং রানওয়ে প্রস্তুত রাখা হয় সম্ভাব্য জরুরি অবতরণের জন্য। তবে দক্ষ ও অভিজ্ঞ পাইলটের দক্ষতায় বিকেল আনুমানিক ২টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফল অবতরণ ঘটে।
এ বিষয়ে বিমানের এক কর্মকর্তা জানান, "যান্ত্রিক ত্রুটির কারণে একটি চাকা খুলে পড়ে যায়। তবে পাইলটের দক্ষতা এবং বিমানের অন্যান্য চাকার সহায়তায় ফ্লাইটটি নিরাপদে অবতরণ করতে পেরেছে। সকল যাত্রী সুস্থ আছেন।"
ঘটনার পর পরই বিমানবন্দরে জরুরি সতর্কতা জারি করা হয় এবং ঘটনাটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে। কীভাবে এমন ঘটনা ঘটল, তা নির্ধারণে প্রকৌশল বিভাগ কাজ শুরু করেছে।
উল্লেখ্য, এ ধরনের ঘটনা যাত্রীদের মাঝে আতঙ্কের সৃষ্টি করলেও কোনো ধরনের প্রাণহানি বা বড় দুর্ঘটনা ঘটেনি, যা বড় এক ট্র্যাজেডি থেকে দেশকে রক্ষা করেছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.