নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১৭ মে ২০২৫
টানা তিন দিনের শান্তিপূর্ণ আন্দোলনের পর অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নিয়েছে সরকার। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল এলাকায় প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থানরত শিক্ষার্থীদের কাছে গিয়ে এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
উপাচার্য জানান, সরকারের পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবি পূরণ হয়েছে। তিনি আরও বলেন, “আবাসন সংকট নিরসনে দ্রুত অস্থায়ী আবাসন নির্মাণকাজ শুরু হবে এবং ইতোমধ্যে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম শুরু হয়ে গেছে।”
উপাচার্যের ঘোষণার পর আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙাতে তখন তাদের পানি পান করানো হয়। আন্দোলনস্থলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত আবাসন সংকট ও বাজেট ঘাটতির কারণে তারা আন্দোলনে বসতে বাধ্য হন। দাবি মেনে নেওয়ায় তারা আন্দোলন স্থগিত করছেন এবং এখন সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে নজর রাখবেন।
বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রনেতা বলেন, “আমরা কোনো ব্যক্তিগত সুবিধার জন্য নয়, বরং শিক্ষা ও জীবনের মৌলিক অধিকার নিশ্চিত করতে আন্দোলন করেছি। সরকারের এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের জয়।”
উল্লেখ্য, চলমান সমস্যার সমাধানে গত কয়েকদিন ধরে বিভিন্ন মহলের দৃষ্টি আকর্ষণ করছিলেন শিক্ষার্থীরা। শেষ পর্যন্ত সরকারের আশ্বাস ও প্রশাসনের সক্রিয়তায় আন্দোলন শান্তিপূর্ণভাবে শেষ হলো।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.