নিজস্ব প্রতিবেদক
ঢাকা
রাজধানীর ঐতিহ্যবাহী সাত সরকারি কলেজকে কেন্দ্র করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের দাবিতে নতুন করে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আগামীকাল রবিবারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি না হলে সোমবার (১৯ মে) থেকে মাঠপর্যায়ের কর্মসূচি শুরু হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শনিবার (১৭ মে) বিকেলে রাজধানীর ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটসংলগ্ন চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সাত কলেজের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। বক্তারা জানান, দীর্ঘদিন ধরে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির নানা সমস্যায় ভুগছেন। একাধিকবার আলোচনার পরও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় এবার ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন তারা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, "আমাদের একটাই দাবি—সাত কলেজকে নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠন করতে হবে এবং এর অন্তর্বর্তী প্রশাসন গঠন করে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে। তা না হলে আমরা সোমবার থেকে রাজপথে নামব। এবার কোনো অবস্থাতেই আন্দোলন থামানো হবে না।"
এ সময় শিক্ষার্থীরা আরও জানান, এবার জনদুর্ভোগ কমাতে ভিন্নধর্মী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতর ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হতে পারে। শিক্ষার্থী প্রতিনিধি মীম আক্তার বলেন, “আমরা সড়ক নয়, এবার সিদ্ধান্ত নিয়েছি—যারা দায়িত্বে, তারাই জবাবদিহি করুক।”
উল্লেখ্য, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজ—এই সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। দীর্ঘদিন ধরেই এসব কলেজের শিক্ষার্থীরা পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের দাবি জানিয়ে আসছেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.