নিজস্ব প্রতিবেদক:
ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫
জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাময়িকী দি ইকোনমিস্ট-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
ড. ইউনূস বলেন, "জাতীয় নির্বাচন ডিসেম্বরে আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে নির্বাচন জুন মাসের আগেই হয়ে যাবে—এমন নয়।" তিনি নিজে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলেও জানান।
অন্তর্বর্তী সরকারের কার্যক্রম প্রসঙ্গে ড. ইউনূস বলেন, তারা মূল্যস্ফীতি ও ব্যাংক খাতকে একটি নিয়ন্ত্রিত অবস্থানে আনতে সক্ষম হয়েছেন। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনো কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি। রাজনৈতিক পরিস্থিতিও এখনও ভঙ্গুর অবস্থায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, "বিপ্লবের নয় মাস পেরিয়ে গেলেও কাঠামোগত বড় পরিবর্তন আনা এখনো কঠিন হয়ে পড়েছে। আমরা স্থিতিশীলতা আনতে কাজ করছি, কিন্তু সময় লাগবে।"
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে একটি জনঅসন্তোষের প্রেক্ষাপটে পূর্ববর্তী সরকার পদত্যাগ করলে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই থেকে ড. ইউনূস এই সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.