প্রকাশিত: ১৯ মে ২০২৫, দুপুর ১:৪৫
🖋 নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার (১৮ মে) রাতে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার সময় তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়। পরে রাতেই তাকে রাজধানীর ভাটারা থানায় নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একাধিক সূত্র।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, “নুসরাত ফারিয়াকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে গ্রেফতার দেখানো হবে কি না, বা কোনো মামলায় গ্রেফতার দেখানো হবে কি না—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।”
এদিকে নুসরাত ফারিয়ার আইনজীবী বা পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
অভিনেত্রী নুসরাত ফারিয়া চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টেলিভিশন ও বিজ্ঞাপনজগতে সক্রিয় রয়েছেন। তিনি বহু আলোচিত ও জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। তার আকস্মিক আটকের ঘটনায় ভক্ত ও সাংস্কৃতিক অঙ্গনে নানা গুঞ্জন শুরু হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করছে গণমাধ্যম।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.