প্রকাশিত: ১৯ মে ২০২৫ | স্পোর্টস ডেস্ক
ছয় মাসেরও বেশি সময় প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। চোট ও ব্যক্তিগত কারণ মিলিয়ে দীর্ঘ এই বিরতির পর অবশেষে মাঠে ফেরেন তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।
রবিবার (১৮ মে) অঘোষিত কোয়ার্টার ফাইনালে লাহোর কালান্দার্সের হয়ে সাবেক দল পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামেন সাকিব। তার একাদশে থাকা নিয়ে ছিল কিছুটা সংশয়, তবে শেষ পর্যন্ত দলে জায়গা করে নেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
তবে প্রত্যাবর্তনের ম্যাচটি সাকিবের জন্য সুখকর ছিল না। বাঁহাতি এই স্পিনার দুই ওভার বল করে দিয়েছেন ১৮ রান, যেখানে দুটি ছক্কাও হজম করতে হয়েছে তাকে। বল হাতে উইকেটশূন্য থাকেন তিনি।
তবে ব্যর্থতার মাঝে দল জয় পেয়েছে। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর কালান্দার্স ২৬ রানের জয় নিয়ে সরাসরি পিএসএল প্লে-অফে জায়গা করে নিয়েছে। সাকিব ব্যাট হাতে সুযোগ পাননি, কারণ তার আগেই লাহোরের ব্যাটিং শেষ হয়।
সাকিবের পারফরম্যান্স নিয়ে লাহোর টিম ম্যানেজমেন্ট এখনই হতাশ নয়। কোচিং স্টাফের মতে, “দীর্ঘ বিরতির পর মাঠে ফেরা সহজ নয়। সাকিব অভিজ্ঞ খেলোয়াড়, ছন্দে ফিরতে কয়েকটি ম্যাচ লাগবে।”
লাহোর কালান্দার্স ইতোমধ্যে পিএসএলের প্লে-অফ নিশ্চিত করেছে। পরবর্তী ম্যাচগুলোতে সাকিবকে আরও কার্যকর ভূমিকায় দেখার প্রত্যাশা রয়েছে দলটির ভক্ত ও সমর্থকদের।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.