প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ৩:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৫, ৮:৪৬ এ.এম
আশুলিয়ার জামগড়ায় সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি বারো মাসই জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার
আশুলিয়া (সাভার): সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানি জমে যায় সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায়। বছরের বেশিরভাগ সময়ই জলাবদ্ধতায় ভুগছে এখানকার স্থানীয় বাসিন্দারা। জলাবদ্ধতার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী ও কর্মজীবী সাধারণ মানুষকে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা নাজুক থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রতিটি মৌসুমে বৃষ্টি হলেই রাস্তায় জমে যায় পানি। এতে একদিকে যেমন যান চলাচলে সমস্যা হয়, অন্যদিকে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ে।
জামগড়া এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, “একটু বৃষ্টি হলেই আমাদের রাস্তায় হাঁটতে কষ্ট হয়। পানি জমে থাকে দিনের পর দিন। অনেক সময় পচা পানির গন্ধে বাসায় থাকা যায় না।”
একই এলাকার গার্মেন্টসকর্মী শারমিন আক্তার জানান, “প্রতিদিন কাজের উদ্দেশ্যে বের হতে ভয় লাগে। কখন পানিতে পা পিছলে পড়ি বলা যায় না। এভাবে আর কতদিন চলবে?”
স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছি। দ্রুত সমাধানের চেষ্টা চলছে।”
জানা গেছে, এলাকাটিতে অপরিকল্পিতভাবে গড়ে উঠা ভবন ও বর্জ্য ব্যবস্থাপনার অভাবে ড্রেনগুলো প্রায়ই বন্ধ হয়ে থাকে। এতে পানি নিস্কাশনের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসন ও স্থানীয় পৌর কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তা সংস্কার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.