মানবাধিকার সুরক্ষায় বিচার বিভাগের অবদানকে উদাহরণ হিসেবে দেখছেন ম্যানডিসা মায়া
নিজস্ব প্রতিবেদক
ঢাকা, মঙ্গলবার (২০ মে)
বাংলাদেশের প্রধান বিচারপতির বিচার বিভাগ সংস্কারে নেতৃত্ব এবং মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি ম্যানডিসা মায়া। বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাংবিধানিক দায়বদ্ধতার প্রশ্নে বাংলাদেশ যেভাবে অগ্রসর হচ্ছে, তা তিনি ‘অনুকরণীয়’ বলে উল্লেখ করেন।
মঙ্গলবার (২০ মে) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফররত প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি ম্যানডিসা মায়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় অবস্থিত সাংবিধানিক আদালত ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই দেশের বিচার ব্যবস্থা, সাংবিধানিক কাঠামো এবং মানবাধিকারের প্রচলিত ধারা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বিচার ব্যবস্থার স্বচ্ছতা, ডিজিটালাইজেশন এবং বিচারপ্রার্থীদের সহজ প্রবেশাধিকারের বিষয়ে উভয় বিচারপতি মতবিনিময় করেন।
বৈঠকে দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি মায়া বলেন, “বাংলাদেশের বিচার বিভাগ যে সাহসিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবিধানিক মূল্যবোধকে রক্ষা করছে, তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে বিচার বিভাগীয় সংস্কারে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির দিকনির্দেশনা আমাদের জন্যও অনুপ্রেরণা।”
প্রধান বিচারপতি ড. রেফাত আহমেদ বলেন, “বিচার বিভাগের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের আস্থা বজায় রাখা ও ন্যায়বিচার নিশ্চিত করা। প্রযুক্তির সদ্ব্যবহার ও নৈতিক মান বজায় রেখে আমরা সামনে এগিয়ে যেতে বদ্ধপরিকর।”
সাক্ষাৎ শেষে উভয় দেশের বিচার বিভাগীয় সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন দুই বিচারপতি। বিচার ব্যবস্থার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপরও গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, বিচার বিভাগের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার প্রশ্নে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দুটি গুরুত্বপূর্ণ উদীয়মান গণতান্ত্রিক দেশ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করে চলেছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.