সোনারগাঁওসহ আশপাশের অঞ্চলে সকাল থেকে গ্যাসহীন দিন | তিতাসের জরুরি উন্নয়নকাজ
নিজস্ব প্রতিবেদক:
জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের জন্য আজ বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস বিতরণ লাইনের উন্নয়নকাজের অংশ হিসেবে সোনারগাঁও পৌরসভা এবং এর আশপাশের বেশ কিছু এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বন্ধের সময়সীমা কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বাড়তেও পারে বলে জানানো হয়।
যেসব এলাকায় গ্যাস থাকবে না:
সোনারগাঁও পৌরসভা
কাঁচপুর
মোগরাপাড়া
পিরিজপুর
চিলারবাগ
বারদী
শম্ভুপুরা ইউনিয়ন
আশপাশের শিল্প এলাকা ও আবাসিক অঞ্চল
এই সময়ে এসব এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প এবং সিএনজি ফিলিং স্টেশনসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
ভোগান্তির আশঙ্কা:
গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকার হাজারো পরিবার, হোটেল-রেস্তোরাঁ, শিল্প প্রতিষ্ঠান এবং যানবাহন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো চরম ভোগান্তির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেকেই আগেভাগেই বিকল্প রান্নার ব্যবস্থা গ্রহণ করেছেন, তবে গ্যাসভিত্তিক কারখানাগুলোয় উৎপাদন কার্যক্রমে প্রভাব পড়তে পারে।
স্থানীয় বাসিন্দা সালেহা বেগম বলেন, “পূর্বে ঘোষণা না দিলে বিপদে পড়তাম। তিতাসকে ধন্যবাদ আগেভাগে জানানোর জন্য। তবে সময়মতো কাজ শেষ না হলে আমাদের সমস্যা বেড়ে যাবে।”
তিতাসের অনুরোধ:
তিতাস গ্যাস কর্তৃপক্ষ ভোক্তাদের কাছে সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং উন্নয়নকাজে সহনশীলতা ও সহযোগিতা কামনা করেছে। এছাড়া গ্যাস সংযোগ বন্ধ থাকা অবস্থায় চুলা বা গ্যাস চালিত যন্ত্রপাতি চালু না রাখার পরামর্শ দিয়েছে, যাতে পুনরায় গ্যাস সরবরাহ চালুর সময় কোনো দুর্ঘটনা না ঘটে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.