নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের মধ্যে এবার সরাসরি অবস্থান জানালেন তার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক), ফয়েজ আহমদ তৈয়্যব। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট করে জানান, অধ্যাপক ইউনূস পদত্যাগ করছেন না।
গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যম ও রাজনৈতিক মহলে অধ্যাপক ইউনূসের পদত্যাগ নিয়ে জোর গুঞ্জন চলছিল। এ নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়। তবে বুধবার সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “প্রধান উপদেষ্টার পদত্যাগের কোনও প্রশ্নই আসে না। তিনি দৃঢ়তা ও দায়বদ্ধতার সঙ্গে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিছু উদ্দেশ্যপ্রণোদিত মহল গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করছে।”
বিশেষ সহকারীর এই মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। তারা বলছেন, দেশের এই সংকটময় মুহূর্তে অধ্যাপক ইউনূসের মতো একজন প্রাজ্ঞ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বের নেতৃত্ব গুরুত্বপূর্ণ।
প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, “অধ্যাপক ইউনূস দেশের স্বার্থে আপসহীন। গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে এগিয়ে নিতে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার পদত্যাগের কোনো সম্ভাবনা নেই।”
উল্লেখ্য, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ ও নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি হিসেবে দেশে-বিদেশে পরিচিত। বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে তার নেতৃত্ব দেশের গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধার ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদনা বিভাগ মনে করে, এই ধরনের গুজব রটানো থেকে বিরত থাকা এবং দায়িত্বশীল আচরণ করাই এই মুহূর্তে সকল পক্ষের একমাত্র কর্তব্য হওয়া উচিত।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.