প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ৪:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৫, ৩:২৩ পি.এম
এনসিপির সাথে যুক্ত হল ইসলামিক আন্দোলন: শাহবাগে নজিরবিহীন জোট ঘোষণা!

নিজস্ব প্রতিবেদক:
রাজনীতির নতুন মোড় — জাতীয় কনসারভেটিভ পার্টি (এনসিপি)-এর সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো ইসলামিক আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে আয়োজিত এক বিশেষ সম্মেলনে দুই দলের শীর্ষ নেতারা এই জোটের ঘোষণা দেন। উপস্থিত ছিলেন ইসলামিক আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম এবং এনসিপির চেয়ারম্যান ব্যারিস্টার শহীদুল হক।
‘নৈতিক রাজনীতির নতুন সূচনা’
সম্মেলনে দেওয়া ভাষণে মুফতি করিম বলেন, “দেশজুড়ে নৈতিকতার সংকট এবং ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়ের প্রেক্ষিতে এই ঐক্য সময়ের দাবি। আমরা গণমানুষের অধিকার রক্ষায় একসঙ্গে কাজ করব।” অপরদিকে ব্যারিস্টার হক বলেন, “আমরা রাজনৈতিক ভিন্নতা ভুলে গিয়ে দেশ ও ইসলামের স্বার্থে একত্রিত হয়েছি। এই জোট হবে মানুষের জন্য বিকল্প শক্তি।”
সমঝোতা স্মারক স্বাক্ষর
সম্মেলনে দুই দলের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে উল্লেখ করা হয়, জোটের মূল লক্ষ্য হবে:
দেশের শিক্ষানীতিতে ইসলামি মূল্যবোধ সংযুক্তকরণ
দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন
ইসলামী অর্থনীতি চালুর কার্যক্রম
সংবিধানে ধর্মীয় স্বাধীনতার বাস্তবায়ন
বিভিন্ন মহলে প্রতিক্রিয়া
এই ঘোষণার পর রাজনৈতিক বিশ্লেষক মহলে আলোচনা তুঙ্গে। কেউ একে দেখছেন কৌশলগত নির্বাচনী জোট হিসেবে, কেউ বা বলছেন এটি দেশের ধর্মভিত্তিক রাজনীতির পুনরুত্থানের ইঙ্গিত।
শাহবাগে ভিন্ন চিত্র
শাহবাগ, যা এক সময় ধর্মনিরপেক্ষতার প্রতীক হিসেবে পরিচিত ছিল, সেই স্থানেই এমন একটি জোটের আনুষ্ঠানিক ঘোষণা অনেককেই বিস্মিত করেছে। কিছু বামপন্থি ছাত্র সংগঠন এর প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা দিয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.