৮৪ স্কোর নিয়ে ‘মাঝারি’ দূষণের তালিকায় রাজধানী
নিজস্ব প্রতিবেদক
ঢাকা:
বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় দীর্ঘদিন ধরে শীর্ষস্থানীয় অবস্থানে থাকা রাজধানী ঢাকা বায়ুমানের দিক থেকে সামান্য স্বস্তির দিকে অগ্রসর হয়েছে। রবিবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্বের বায়ুদূষণ পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ার (IQAir) এর সর্বশেষ তথ্যমতে, ৮৪ একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর নিয়ে ঢাকা রয়েছে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২০তম স্থানে।
এই স্কোর অনুযায়ী ঢাকার বাতাসের মান ‘মাঝারি’ বা সহনীয় পর্যায়ে রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, এই উন্নতি সাময়িক হতে পারে এবং নিরবচ্ছিন্নভাবে বায়ুমান উন্নত রাখার জন্য প্রয়োজন সুপরিকল্পিত পদক্ষেপ।
আইকিউএয়ারের প্রতিবেদন অনুসারে, ঢাকায় বায়ুমান সূচক মাঝে মধ্যেই ১৫০ থেকে ২০০-র বেশি উঠানামা করে, যা ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুব অস্বাস্থ্যকর’ শ্রেণিভুক্ত। তবে সাম্প্রতিক দিনের তুলনায় রবিবার সকালের বায়ুমানে কিছুটা ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে।
বিশেষজ্ঞদের মত:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেন বলেন,
“সকাল বেলার কম যানবাহন চলাচল ও সাম্প্রতিক বৃষ্টিপাতের প্রভাবে বায়ুর মানে কিছুটা উন্নতি দেখা গেছে। তবে এটি দীর্ঘমেয়াদি সমাধান নয়। প্রকৃত উন্নতির জন্য শিল্পবর্জ্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও নির্মাণকাজে নিয়মানুবর্তিতা জরুরি।”
প্রতিক্রিয়া ও করণীয়:
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় বায়ুমান নিয়ন্ত্রণে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে –
নির্ধারিত সময় অনুযায়ী নির্মাণকাজ পরিচালনা
খোলা ট্রাকে বালু ও মাটি পরিবহন নিষিদ্ধকরণ
যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণে কড়াকড়ি
তবে পরিবেশবাদী সংগঠনগুলো মনে করছে, এসব উদ্যোগ কাগজে-কলমেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে।
নাগরিক উদ্বেগ:
রাজধানীর বনানী এলাকার বাসিন্দা রাশেদা ইসলাম বলেন,
“আমরা প্রতিদিন ধুলো-ময়লার সঙ্গে লড়াই করি। মাঝে মাঝে মনে হয় শ্বাস নেওয়াটাও কষ্টকর। আজ কিছুটা ভালো লাগছে, কিন্তু জানি কাল আবার ধোঁয়া-ধুলোয় ভরে যাবে।”
ঢাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা – একটি বাসযোগ্য, নির্মল পরিবেশ। সাময়িক উন্নতি স্বস্তির হলেও, স্থায়ী সমাধানের জন্য চাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও এর বাস্তবায়ন।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.