📅 প্রকাশিত: সোমবার, ২৬ মে ২০২৫
🏏 ক্রীড়া প্রতিবেদক
পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ ৩০ বলে যখন ৭১ রানের চ্যালেঞ্জের মুখে লাহোর কালান্দার্স, তখন মাঠে এক রুদ্ধশ্বাস পরিস্থিতি বিরাজ করছিল। এমন সময়ে স্পিনার আবরার আহমেদের করা ওভারে কিছুটা স্বস্তি এনে দেন শ্রীলঙ্কান দুই ব্যাটার কুশল পেরেরা ও ভানুকা রাজাপাকশে। দুজনে মিলে ওই ওভার থেকে তুলে নেন গুরুত্বপূর্ণ ১২ রান।
কিন্তু চাপমুক্ত হবার আগেই ঝড় ওঠে মোহাম্মদ আমিরের পরের ওভারে। বল হাতে নিয়েই কাঁপিয়ে দেন অভিজ্ঞ এই পেসার। প্রথম চার বলেই রাজাপাকশেকে ফিরিয়ে দেন সাজঘরে, সঙ্গে লাহোর সংগ্রহ করতে পারে মাত্র ২ রান। একদিকে উইকেট, অন্যদিকে রানআউটের সম্ভাবনা—চাপ যেন পাহাড়সম।
তবে ইনিংসে রঙ বদলে আসে ওভারের শেষ দুই বলে। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসে প্রথম বলেই চারে এবং পরের বলেই বিশাল ছক্কায় আমিরকে চমকে দেন সিকান্দার রাজা। চাপের মুখে দাঁড়িয়ে এই আফগান বংশোদ্ভূত জিম্বাবুইয়ান অলরাউন্ডারের এমন ঝলক মুহূর্তেই বদলে দেয় ম্যাচের মোড়।
রাজা ঝড়: চাপের ভেতর সাহসী জবাব
সিকান্দার রাজার এই আগ্রাসী ভঙ্গি শুধু দলকে স্বস্তি এনে দেয়নি, বরং নতুন করে জয়ের আশাও জাগিয়েছে লাহোর শিবিরে। এখনো অনেক পথ বাকি, তবে ইনিংসের মধ্যভাগে এ ধরনের সাহসী ব্যাটিং বড় লক্ষ্যে পৌঁছাতে সহায়ক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
শেষ সময়ে জমে উঠেছে লড়াই
শেষ পাঁচ ওভারে ৭১ রানের লক্ষ্য, প্রতিপক্ষে অভিজ্ঞ বোলিং আক্রমণ—এমন সমীকরণে কোনো ভুলের সুযোগ নেই। এখনো হাতে রয়েছে পেরেরা, রাজা, এবং নিচের সারির কয়েকজন শক্তিশালী ব্যাটার। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হতে পারে শেষ দুই ওভারে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.