সমুদ্র বন্দরে সতর্কতা, ট্রলার-নৌকাকে উপকূলে থাকার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক:
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের চারটি সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকার জন্য সতর্ক করেছে সংস্থাটি।
মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এক বিশেষ সতর্ক বার্তায় এ তথ্য জানান। বার্তায় বলা হয়, বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যা বর্তমানে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকাসমূহে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা — দেশের চারটি প্রধান সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বন্দর কর্তৃপক্ষকে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়, “উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানতা অবলম্বন করে উপকূলের কাছাকাছি থাকতে হবে এবং গভীর সাগরে বিচরণ না করার পরামর্শ দেওয়া যাচ্ছে।”
আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে দেশের উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। নিুচু অঞ্চলসমূহে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।
বঙ্গোপসাগর সংলগ্ন জেলাগুলোতে স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
সাগরপথে যাত্রা বন্ধ রাখা উচিত
ট্রলার-নৌকাগুলোকে ঘাটে ফিরিয়ে আনা হোক
উপকূলীয় বাসিন্দাদের দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে
ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা উচিত
আরও খবর
উপকূলীয় জনপদে জোয়ারের পানি ঢুকে পড়ার আশঙ্কা
জুনের শুরুতেই মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে দেশে
চিংড়ি চাষে ক্ষতির শঙ্কা, প্রস্তুত হচ্ছে কৃষি বিভাগ
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.