মধ্যপ্রাচ্যের দেশটিতে আজ বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র জিলহজ মাস
আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যের অন্যতম মুসলিম প্রধান দেশ ওমানে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ বুধবার (২৮ মে) দেশটিতে ইসলামী বর্ষপঞ্জি অনুসারে পবিত্র জিলহজ মাসের প্রথম দিন। সে অনুযায়ী, ১০ জিলহজ অর্থাৎ আগামী ৬ জুন, শুক্রবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
ওমানের ধর্ম মন্ত্রণালয় মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় এক আনুষ্ঠানিক ঘোষণায় জানায়, জিলক্বদ মাসের ২৯ তারিখে দেশটির আকাশে জিলহজ মাসের চাঁদ পরিলক্ষিত হয়েছে। চাঁদ দেখা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়।
চাঁদ দেখা যাওয়ায় এবার হজের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ পবিত্র আরাফাতের দিন পড়েছে ৫ জুন, বৃহস্পতিবার। হজ পালনকারীরা ওই দিন আরাফাতের ময়দানে সমবেত হয়ে মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা ও দোয়া করবেন।
ওমানসহ পুরো মধ্যপ্রাচ্যে হিজরি মাসের চাঁদ দেখার ভিত্তিতে ঈদের দিন নির্ধারিত হয়ে থাকে। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতেও একই দিন ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।
ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। হজ পালনের শেষ দিন ঈদুল আজহা উদযাপিত হয়। এই দিনটি হযরত ইব্রাহিম (আ.) এর আল্লাহর প্রতি আত্মত্যাগ ও আনুগত্যের স্মরণে উদযাপিত হয়। সারা বিশ্বের মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দিয়ে থাকেন।
বাংলাদেশে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ হবে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে। জাতীয় চাঁদ দেখা কমিটি আগামী সপ্তাহে বৈঠকে বসে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি পর্যালোচনা করে ঈদের তারিখ ঘোষণা করবে।
আরও পড়ুন
সৌদিতে চাঁদ দেখা নিয়ে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে
বাংলাদেশে ঈদ হতে পারে ৭ বা ৮ জুন: আবহাওয়াবিদদের পূর্বাভাস
ওমানে ঈদের ছুটি ঘোষণা, সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে ছয় দিন ছুটি
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.