নিজস্ব প্রতিবেদক
ঢাকা
দেশজুড়ে চলমান নিম্নচাপ পরিস্থিতির মধ্যে নতুন করে ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের ১৩টি অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, এই সম্ভাব্য ঝড়ের কারণে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঝড়ের ঝুঁকিতে থাকা ১৩টি এলাকা হলো—
ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বরিশাল, পটুয়াখালী, খুলনা, যশোর ও কুষ্টিয়া।
এসব অঞ্চলে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি মাত্রার বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, সতর্কতা বিবেচনায় রেখে আজ ভোর থেকে দুপুর পর্যন্ত ঝুঁকিপূর্ণ রুটে নৌযান চলাচল সীমিত রাখা হতে পারে। নদীবন্দরগুলোতে আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে এবং যাত্রীদের নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ মো. মোস্তাফিজুর রহমান জানান, “উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবেই দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া ক্রমেই চরম হয়ে উঠছে, তাই সবাইকে সতর্ক থাকা জরুরি।”
তিনি আরও বলেন, “ঝড়ের গতি ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা ক্ষুদ্র নৌযানের জন্য বিপজ্জনক হতে পারে।”
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.