স্টাফ রিপোর্টার | ঢাকা | ২২ এপ্রিল ২০২৫
ঢাকার সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে সিটি কলেজ দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৩টা ২৪ মিনিটে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ. এম. মোবারক হোসাইন।
ঘোষণায় বলা হয়, “শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২৩ ও ২৪ এপ্রিল (বুধবার ও বৃহস্পতিবার) কলেজে পাঠদান কার্যক্রম স্থগিত থাকবে।”
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সায়েন্সল্যাব মোড়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। বিকেল গড়াতেই তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কয়েকটি দোকানপাটে ভাঙচুর ও যান চলাচলে বিঘ্ন ঘটে।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক কর্মকর্তা জানান, “পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।”
উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃkazialamin577@gmail@gmail.com
Copyright © 2025 দৈনিক আশুলিয়া. All rights reserved.