ওয়েস্ট ইন্ডিজকে ২৩৮ রানে উড়িয়ে দিয়ে হ্যারি ব্রুকের অধিনায়কত্বে দুর্দান্ত সূচনা ইংলিশদের
ক্রীড়া প্রতিবেদক
বার্মিংহাম, ইংল্যান্ড
ওয়ানডে ক্রিকেটে আবারও ইতিহাস গড়ল ইংল্যান্ড। তবে এবার একটু ভিন্নভাবে—একটি সেঞ্চুরিও না করেই দলীয় স্কোর ছুঁয়ে ফেলল ৪০০! এমন ব্যতিক্রমী রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে ২৩৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংলিশরা।
বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে একাধিক ব্যাটসম্যানের সমন্বিত দাপটে রানের পাহাড় গড়ে স্বাগতিক ইংল্যান্ড। আর বল হাতে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিয়ে জয় নিশ্চিত করে হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন দলটি।
সেঞ্চুরি না হলেও স্কোরবোর্ডে ৪০০
ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ঠিক ৫০ ওভারে ৪০১/৬ রানে। তবে অবাক করার বিষয় হলো—এই রান পাহাড়ে কোনো সেঞ্চুরি নেই! বরং একাধিক ব্যাটসম্যানের অর্ধশতক এবং চমৎকার স্ট্রাইক রেটে খেলা ইনিংসেই রেকর্ড গড়ে ইংলিশরা।
-
জস বাটলার: ৭৮ রান (৪৫ বল)
-
লিয়াম লিভিংস্টোন: ৬৫ রান (৩৮ বল)
-
মঈন আলি: ৫৫ রান (২৯ বল)
-
জ্যাক ক্রলি: ৫১ রান (৫৬ বল)
-
হ্যারি ব্রুক: ৪৮ রান (৩৫ বল)
ছয় ব্যাটসম্যানই তুলে নেন ৪০-এর বেশি রান, যার মধ্যে চারজন করেন অর্ধশতক।
ক্যারিবীয়দের ব্যাটিং ধস
৪০২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ইংলিশ পেসারদের দাপটে মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয় দল।
-
সেরা বোলার ছিলেন মার্ক উড, যিনি ৪ ওভারেই নেন ৩ উইকেট।
-
আদিল রশিদ এবং রিস টপলি নেন যথাক্রমে ২টি করে উইকেট।
অধিনায়ক ব্রুকের জয়ী অভিষেক
এই ম্যাচ দিয়ে পূর্ণ সময়ের ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করলেন হ্যারি ব্রুক। অধিনায়ক হিসেবে অভিষেকটা তাঁর জন্য স্মরণীয় করে রেখেছেন দল। ম্যাচ শেষে ব্রুক বলেন,
“এই জয় আমাদের সমন্বিত শক্তির প্রতিফলন। সেঞ্চুরি না করেও ৪০০ ছুঁয়ে ফেলা দল হিসেবে গর্বের বিষয়। অধিনায়ক হিসেবে এটা স্বপ্নের মতো শুরু।”
ক্রিকেট বিশ্লেষকদের চোখে রেকর্ড
বিশেষজ্ঞদের মতে, ওয়ানডে ক্রিকেটে এ ধরনের দলীয় রানের মধ্যে কোনো শতকের অনুপস্থিতি বিরল। ক্রিকেট পরিসংখ্যানবিদদের মতে, এটাই প্রথমবার কোনো আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে ৪০০ রানের ইনিংসে একটি সেঞ্চুরিও আসেনি।