ক্রীড়া প্রতিবেদক | ৩ মে ২০২৫
গত আইপিএলে আগ্রাসী ব্যাটিং আর দাপুটে পারফরম্যান্সে প্রতিপক্ষদের কাঁপিয়ে দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। বিশেষ করে ট্রাভিস হেড ও অভিষেক শর্মার বিধ্বংসী ওপেনিং জুটি হয়ে উঠেছিল টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ। কিন্তু চলতি আসরে সেই চেনা রূপের ছিটেফোঁটাও নেই দলটিতে। ধারহীন পারফরম্যান্সে হায়দরাবাদ যেন রীতিমতো ছায়া হয়ে গেছে আগের মৌসুমের।
এবারের আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৭টিতেই হেরেছে দলটি। সর্বশেষ গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৮ রানে হেরে আরও কোণঠাসা অবস্থায় চলে গেছে তারা। এ পরাজয়ে প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে পড়েছে হায়দরাবাদ।
বিশ্লেষকরা বলছেন, ওপেনিংয়ে ধারাবাহিকতা হারানো এবং মিডল অর্ডারের ব্যর্থতাই দলের এই করুণ অবস্থার অন্যতম কারণ। ট্রাভিস হেড ও অভিষেক শর্মা এবার আর আগের মতো জ্বলে উঠতে পারছেন না। বোলিংয়েও দেখা যাচ্ছে ছন্দপতন।
দলের এই বিপর্যয়ে হতাশ সমর্থকরাও। সামাজিক মাধ্যমে অনেকেই দলের ব্যর্থতার জন্য টিম ম্যানেজমেন্টের কৌশলগত ভুল এবং একাদশে ঘন ঘন পরিবর্তনকে দায়ী করছেন।
টুর্নামেন্টে এখনো কয়েকটি ম্যাচ বাকি থাকলেও, পয়েন্ট টেবিলের অবস্থান এবং ফর্ম বিবেচনায় হায়দরাবাদের জন্য প্লে-অফের দরজা প্রায় বন্ধই হয়ে গেছে।