বগুড়া প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে সারের সিন্ডিকেট ভাঙতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার শিমলা বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। এতে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শর্মিলী ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলামসহ পুলিশ সদস্যরা।
জানা গেছে, সিমলা বাজারের মেসার্স দুবাই এন্টারপ্রাইজ ও মেসার্স জ্যোতি এন্টারপ্রাইজে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছিল। এছাড়া দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানো হয়নি। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স দুবাই এন্টারপ্রাইজের মালিক মো. রাকিব আলীকে ২০ হাজার এবং মেসার্স জ্যোতি এন্টারপ্রাইজের মালিক মো. জাহিদুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, “কৃষকের স্বার্থ রক্ষায় বাজারে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। নির্ধারিত মূল্যের বাইরে কেউ সার বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”