ঢাকাSunday , 17 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র জনতা হত্যা মামলায় সাবেক ছাত্রলীগনেতা জাকির গ্রেফতার।

বার্তা কক্ষ
August 17, 2025 7:43 am
Link Copied!

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় মোঃ জাকির হোসেন (৩৬) নামের সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (১৬ আগস্ট ২০২৫ইং) রাতে ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল আমতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়।
গ্রেফতাকৃত জাকির হোসেন (৩৬) আশুলিয়ার ভাদাইল পূর্বপাড়া আমতলা এলাকার নুর মুহাম্মদের ছেলে। তিনি আশুলিয়ার থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার ভাদাইল আমতলা এলাকা থেকে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হতাহতের ঘটনায় মামলা রয়েছে।
জাকিরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। তিনি জানান, আশুলিয়ার ভাদাইল থেকে জাকির হোসেন নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। রবিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।