ঢাকাSunday , 17 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে দেশি-বিদেশি লক্ষাধিক জাল টাকাসহ ১ জনকে গ্রেফতার!

বার্তা কক্ষ
August 17, 2025 11:03 am
Link Copied!

হেলাল শেখঃ ঢাকা জেলা ডিবি (উত্তর) কর্তৃক দেশি-বিদেশি জাল টাকার নোট উদ্ধারসহ ০১ জন জাল টাকার ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ আব্দুল মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ১৬/০৮/২৫ খ্রি. তারিখ ১৭.৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন আশুলিয়া কুন্ডলবাগ পুকুরপাড় এলাকা হইতে আসামী ১। মোঃ রফিকুল ইসলাম ওরফে রফিক (৪২), পিতা-মৃত মান্নান সিকদার, সাং-বাখরখাঠী, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশালকে গ্রেফতার করেন।
তাকে আশুলিয়া থানার কুন্ডলবাগ পুকুরপাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীর হেফাজত হইতে (ক) ভারতীয় জাল ৫০০ রুপি মানের নোট ৭৯ (উনআশি) টি। মোট রুপি ৩৯,৫০০/-(উনচল্লিশ হাজার পাঁচ শত) রুপি। তন্মধ্যে রুপি ক্রমিক নং 6BT778673 (২২x৫০০)=১১,০০০, 6BT778676 (১৯x৫০০)=৯,৫০০, 6BT778678 (১৯x৫০০)=৯,৫০০, 6BT778679 (১৯x৫০০)=৯,৫০০ সর্বমোট১১,০০০+৯৫০০+৯৫০০+৯৫০০=৩৯৫০০/- রুপি। প্রতি রুপির গায়ে ইংরেজীতে RESERVE BANK OF INDIA FIVE HUNDRED RUPEES সহ হিন্দিতে বিভিন্ন লেখা আছে। (খ) বাংলাদেশী জাল ৫০০ টাকার মোট ২৩২ (দুইশত বত্রিশ) টি। মোট জাল টাকা ১,১৬,০০০/-(এক লক্ষ ষোল হাজার) টাকা। তন্মধ্যে টাকার ক্রমিক নং-জঙ ৪৭০০৯২০ (৭৯X৫০০=৩৯,৫০০/- জঙ ৪৭০০৯২৯(৪২X৫০০=২১,০০০/-) জঙ ৪৭০০৯২৪ (১৯X৫০০= ৯,৫০০/-) জঙ ৪৭০০৯২২ (৫৪X৫০০=২৭,০০০/-), জঙ ৪৭০০৯২৬(৩৮X৫০০= ১৯,০০০/-) সর্বমোট জাল টাকার (৩৯,৫০০+২১,০০০+৯,৫০০+২৭,০০০+১৯,০০০)=১,১৬,০০০/-(এক লক্ষ ষোল হাজার) জাল টাকা উদ্ধার করেন।
রবিবার সকালে এ ব্যাপারে ঢাকা জেলা (ডিবি) উত্তর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন নিশ্চিত করেন। উক্ত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।