ঢাকাWednesday , 3 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শারজাহে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের পথে আফগানিস্তান

দৈনিক আশুলিয়া
September 3, 2025 9:05 am
Link Copied!

📰 দৈনিক আশুলিয়া

বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

ক্রীড়া প্রতিবেদক:
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ১৮ রানে হারিয়েছে আফগানিস্তান। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাওয়া এই জয়ে রশিদ খানের দল ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল।


ম্যাচের চিত্র

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান তোলে আফগানিস্তান। জবাবে নির্ধারিত ওভারে পাকিস্তান গুটিয়ে যায় ১৫১ রানে। ফলে ম্যাচটি জিতে নেয় আফগানরা ১৮ রানের ব্যবধানে।

এই ম্যাচে জয় পাওয়া দলের জন্য সুখবর— সিরিজে এখন পর্যন্ত সবক’টি ম্যাচেই আগে ব্যাট করা দলই জয় পেয়েছে। আফগানিস্তান ও পাকিস্তান সমান ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে, তবে দুই ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।


আফগানিস্তানের ইনিংস

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানিস্তান। তবে দ্বিতীয় উইকেটে সেদিকউল্লাহ (৬৪) এবং ইব্রাহিম (৬৫) শতরানের জুটি গড়ে দলকে ভরসা দেন।

শেষদিকে দ্রুত উইকেট হারালেও নির্ধারিত ২০ ওভারে দলটি পৌঁছে যায় ১৬৯ রানে। পাকিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন ফাহিম আশরাফ, তিনি ৪ ওভারে ২৭ রানে নিয়েছেন ৪ উইকেট।


পাকিস্তানের ব্যর্থতা

লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই ব্যর্থ হয় পাকিস্তানের ব্যাটাররা। ওপেনার সাইম আইয়ুব শূন্য রানে ফেরার পর সাহিবজাদা ফারহান (১৮) এবং ফখর জামান (২৫) ইনিংস বড় করতে ব্যর্থ হন।

শেষদিকে হারিস রউফের ৩৪ রানের ঝড়ো ইনিংস পাকিস্তানের সংগ্রহ কিছুটা বাড়ালেও ম্যাচ জেতার জন্য তা যথেষ্ট হয়নি। আফগানিস্তানের হয়ে নুর আহমেদ, মোহাম্মদ নবী, রশিদ খান ও ফজলহক ফারুকি ২টি করে উইকেট নেন।


সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান: ২০ ওভারে ১৬৯/৫ (সেদিকউল্লাহ ৬৪, ইব্রাহিম ৬৫; আশরাফ ৪-০-২৭-৪)
পাকিস্তান: ২০ ওভারে ১৫১/৯ (রউফ ৩৪*, ফখর ২৫; রাশিদ ৪-০-৩০-২, নাবি ৪-০-২০-২, নুর ৪-০-২০-২, ফারুকি ৩-০-২১-২)

ফল: আফগানিস্তান জয়ী ১৮ রানে।