নাইজারকে উড়িয়ে দারুণ জয় সিংহদের
ক্রীড়া ডেস্ক || দৈনিক আশুলিয়া
আফ্রিকা থেকে প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করলো মরক্কো। শুক্রবার রাতে ঘরের মাঠে নাইজারকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আফ্রিকার গর্ব ‘অ্যাটলাস লায়ন্স’।
ম্যাচের শুরুতেই দাপট
খেলার প্রথম বাঁশি থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে মরক্কো। প্রথমার্ধেই জোড়া গোল করে দলকে এগিয়ে নেন ইসমাইল সাইবারি। এরপর নাইজারের আবদুল-লতিফ গুমেই লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচ পুরোপুরি স্বাগতিকদের নিয়ন্ত্রণে চলে যায়।
গোল উৎসব
দ্বিতীয়ার্ধে একে একে গোল করেন আয়ুব এল কাবি, হামজা ইগামানে ও আজেদ্দিন উনাহি। শেষ পর্যন্ত ৫-০ গোলের জয় নিয়েই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফিফা র্যাঙ্কিংয়ে ১২ নম্বরে থাকা দলটি।
টানা ছয় জয়
গ্রুপ ‘ই’-তে টানা ছয় ম্যাচে ছয় জয় তুলে নিয়ে দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপে জায়গা করে নিল মরক্কো। তারা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া ৪৮ দলের বিশ্বকাপে জায়গা করে নেওয়া ১৭তম দল।
ইতিহাসের পুনরাবৃত্তি স্বপ্ন
উল্লেখ্য, ২০২২ কাতার বিশ্বকাপে মরক্কো বিশ্বকে চমকে দিয়েছিল। আফ্রিকার ইতিহাসে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠে লিখেছিল সোনালি অধ্যায়। যদিও ফ্রান্সের কাছে হেরে থেমে যায় তাদের স্বপ্নযাত্রা। এবারের আসরে আবারও নতুন উচ্চতায় পৌঁছানোর স্বপ্ন দেখছে মরক্কো।
প্রকাশ: শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫
দৈনিক আশুলিয়া | ক্রীড়া ডেস্ক