ঢাকাTuesday , 9 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

টানা তৃতীয়বার বিশ্বকাপে তিউনিসিয়া

দৈনিক আশুলিয়া
September 9, 2025 10:44 am
Link Copied!

প্রকাশ: মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন ডেস্ক

টানা তৃতীয়বার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার শক্তিশালী দল তিউনিসিয়া। ইকুয়েটোরিয়াল গিনিকে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই ২০২৬ বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে তারা।

সোমবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ১-০ গোলে জয় পায় তিউনিসিয়া। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার মোহামেদ বেন।

এই জয়ে আট ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে তিউনিসিয়ার সংগ্রহ দাঁড়িয়েছে ২২ পয়েন্টে। অপরদিকে সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের দুই নম্বরে আছে নামিবিয়া। ফলে তিউনিসিয়াকে ছাড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আর নেই নামিবিয়া বা গ্রুপের অন্য দলের।

তিউনিসিয়া এর আগে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলেছিল, তবে গ্রুপপর্বেই বিদায় নিতে হয়েছিল তাদের। এবারও দলটির লক্ষ্য গ্রুপপর্বের ব্যর্থতা কাটিয়ে আরও দূর এগোনো।

উল্লেখ্য, আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ৯টি গ্রুপে ৬টি করে দল রয়েছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে, যেখানে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে।